Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে ট্রাক ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৩ ১২:১৬

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় রুবেল (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী মোহন (৩৪)।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বেরিবাধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, মধ্যরাতে গাবতলী থেকে বেরিবাধ দিয়ে মোটরসাইকেল চালিয়ে চকবাজারে যাচ্ছিলেন রুবেল। আর পেছনে বসা ছিলেন মোহন। পথে বেরিবাধ এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান রুবেল। মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠানো হয়। আর আহত মোহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আরও জানান, ট্র্যাকটি শনাক্তের চেষ্টা চলছে। নিহত রুবেলের বাবার নাম মনির হোসেন। তিনি থাকতেন চকবাজারের পশ্চিম ইসলামবাগে। সেখানে একটি লেদ কারখানায় কাজ করতেন তিনি। আর মোহন রুবেলের সহকারী ছিলেন।

সারাবাংলা/এসএসআর/ইআ

মোটরসাইকেল চালক নিহত

বিজ্ঞাপন

দিল্লিতে ভবন ধস, নিহত ৪
১৯ এপ্রিল ২০২৫ ১৩:২৯

আরো

সম্পর্কিত খবর