Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়াইশ টাকার জন্য স্কুলছাত্র খুন


৩ মে ২০১৮ ০৯:১৩ | আপডেট: ৩ মে ২০১৮ ০৯:২৭

ঢাকা: রাজধানীর ভাটারায় আড়াইশ টাকার জন্য বন্ধুর ছুরিকাঘাতে আশরাফুল আলম জিহাদ (১৮) নামে একছাত্র খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে রিয়াজ (১৯) ও হাসান (১৮) নামে আরও দুইজন।

বুধবার (২মে) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জিহাদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জামিলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। বর্তমানে সে ভাটারার জোয়ার সাহারা এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। দুই ভাই এক বোনের মধ্যে জিহাদ ছিল সবার বড়।

জিহাদের ফুফাতো ভাই নাসির হোসেন জানান, জিহাদ কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। সামনে তার রিজাল্ট বের হবে।

তিনি জানান, জিহাদের বন্ধু হৃদয়ের কাছে ২৫০ টাকা পেত জিহাদ। টাকা দেওয়ার কথা বলে হৃদয় ও বিপ্লব মুঠোফোনে জিহাদকে ডেকে নেয়। জিহাদ তার দুই বন্ধু হাছান (১৮) ও রিয়াজকে নিয়ে কুড়িল বিশ্বরোড চৌরাস্তায় যায়। এ সময় হৃদয় অতর্কিতে জিহাদেরর পেটে হাতে ছুরিকাঘাত করে। ঠেকাতে গেলে জিহাদের দুই বন্ধুও ছরিকাঘাতে আহত হয়। পরে স্থানীয়রা তাদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠায়। পরে জিহাদকে ঢামেকে আনার পর চিকিৎসক মৃত ঘেষণা করেন।

জিহাদের প্রতিবেশী আজাদ হোসেন জানান, জিহদের কাছ থেকে আড়াই’শ টাকা ধার নেয় হৃদয়। ওই টাকা দেওয়ার কথা বলে হৃদয় জিহাদকে ডেকে নিয়ে হত্যা করে। এর আগেও এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, ছুরিকাঘাতে হত্যার ঘটনাটি তিনি শুনেছেন। এ ঘটনায় আসামিদের ধরার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর