বাবার জন্য মাফ চাইলেন মন্ত্রীপুত্র
১৭ ডিসেম্বর ২০১৭ ১৪:২৪
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা : মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের কফিনের সামনে দাঁড়িয়ে জানাজায় উপস্থিত সকলের কাছে বাবার জন্য মাফ চাইলেন একমাত্র ছেলে ঢাকা মেডিকেল কলেজের লেকচারার ডা. এইচ এম রায়হানুল হক। রোববার সকাল পৌঁনে ১০টার দিকে রাষ্ট্রপতির জানাজায় শরীক হওয়ার আগে মাইকে তিনি বাবার দোষত্রুটি থাকলে তা ক্ষমা করার অনুরোধ করেন।
তিনি বলেন, বাবা বড় পরিসরে কাজ করেছেন। তার জীবদ্দশায় আপনাদের কাছে কোনো দোষত্রুটি করে থাকলে সেজন্য ক্ষমা প্রার্থনা করছি। আপনারা তাকে ক্ষমা করে দেবেন। বাবার কাছে কেউ যদি কোনো পাওনাপাতি পেয়ে থাকেন। তাহলে আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন, বিষয়টির সমাধান করা হবে।
এর আগে গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মন্ত্রী ছায়েদুল হক মারা যাওয়ার পর ছেলে রায়হানুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার সঙ্গে কাজ করাই ছিল তার সবচেয়ে বড় পাওয়া। একইসঙ্গে রাজনীতি করে দেশের উন্নয়নে অংশ নেওয়া তার তৃপ্তির জায়গা ছিল। তার শেষ ইচ্ছা বলতে আর কিছু ছিল না।
তিনি বলেন, নাসিরনগরে দুটি রাস্তার কাজ শুরু করেছিলেন তিনি। এখনো শেষ হয়নি। রাস্তা দুটি হলে জনগণ সুবিধা ভোগ করবে। আমার বাবার সময়ে দেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
গত শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর মরদেহ হিমঘরে রাখা হয়। তার আগে প্রয়াত মন্ত্রী ছায়েদুল হক এ বছরের ১৫ সেপ্টেম্বার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। গত ৫ ডিসেম্বর তাকে আইসিইউতে নেওয়া হয়।
সারাবাংলা/ইউজে/একে