Monday 10 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৩ ০৮:৫৮ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১০:১৩

মানিকগঞ্জ: শনিবার সন্ধ্যা থেকে ঘন কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় রাত সোয়া নয়টার দিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহনবোঝাই রজনীগন্ধা এবং ফরিদপুর নামে দু’টি ফেরি মাঝনদীতে আটকে পড়েছে।

রোববার (১৫ জানুয়ারি) সকালে বিআইডব্লিউটিসি’র আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, শনিবার সন্ধ্যা রাতের পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। ফলে নৌ দুর্ঘটনা এড়াতে রাত সোয়া নয়টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে রজনীগন্ধা ও ফরিদপুর নামে দু’টি ফেরি আটকা পড়ে।

পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ৮টি ফেরি এবং দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ৩টি ফেরি নোঙর করা হয়েছে। এই নৌপথে ছোট বড় মিলে ১৩টি ফেরি চলাচল করছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

সারাবাংলা/এমও

ঘন কুয়াশা পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল

বিজ্ঞাপন

টাঙ্গাইলে বাস চাপায় নিহত ২
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৯

আরো

সম্পর্কিত খবর