১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
১৫ জানুয়ারি ২০২৩ ১০:১২
মানিকগঞ্জ: ঘন কুয়াশায় দীর্ঘ ১০ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার (১৫ জানুয়ারি) সকাল সাতটার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছে।
ওই কর্মকর্তা জানান, শনিবার সন্ধ্যা রাতের পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ চলাচল অনুপোযোগী হয়ে পড়ে। ফলে নৌ দুর্ঘটনা এড়াতে রাত সোয়া নয়টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে রজনীগন্ধা ও ফরিদপুর নামে দুটি ফেরি আটকা পড়ে। রোববার সকাল সাতটার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। সঙ্গে মাঝ নদীতে আটকা পড়া ফেরি দু’টি ঘাটে ফিরেছে।
দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।
এর আগে, শনিবার সন্ধ্যা রাত থেকে ঘন কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় রাত সোয়া নয়টার দিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহনবোঝাই রজনীগন্ধা এবং ফরিদপুর নামে দুটি ফেরি মাঝনদীতে আটকে পড়েছিল।
এই নৌপথে ছোট বড় মিলে ১৩টি ফেরি চলাচল করছে।
আরও পড়ুন: ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
সারাবাংলা/এমও