Wednesday 19 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রান্সজেন্ডারদের উন্নয়নে কাজ করবে ‘বিসিসি’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৩ ১৬:০২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ ১৬:১২

ঢাকা: দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ট্রান্সজেন্ডারদের ডিজিটাল প্রযুক্তির আওতায় সক্ষমতা উন্নয়নের লক্ষে কার্যক্রম নেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। এনজিও প্রতিষ্ঠান বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে বিসিসি’র ট্র্যান্সজেন্ডারদের কল্যাণে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজে বৈষম্য রোধ করতে দেশের নারী-পুরুষের পাশাপাশি ট্রান্সজেন্ডার মানুষদের নিয়ে আসা প্রয়োজন। ট্রান্সজেন্ডার বর্তমান প্রেক্ষাপটে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে সমাজের ট্র্যান্সজেন্ডারদের ডিজিটাল প্রযুক্তির আওতায় সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করছে বিসিসি কর্তৃপক্ষ।

ঢাকার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বিসিসি’র সভা কক্ষে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিসিসি’র নির্বাহী পরিচালক (গ্রেড-১) রণজিৎ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র নির্বাহী পরিচালক সালেহ আহমেদসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ট্রান্সজেন্ডার জনগোষ্ঠিকে তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা উন্নয়নের এবং বিভিন্ন কাজের সুযোগ সৃষ্টি করে দেশের উন্নয়নের মূলস্রোতে সম্পৃক্ত করতে প্রতিষ্ঠান দুটির প্রধানরা একমত পোষণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রণজিৎ কুমার একটি দেশ ও সমাজের জন্য ট্রান্সজেন্ডারদের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। এতে বিসিসি’র পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) আবু সাঈদ, বিসিসি’র সচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এমও

ট্র্যান্সজেন্ডার বিসিসি

বিজ্ঞাপন

নারী দলের নতুন অধিনায়ক আফঈদা
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৬

আরো

সম্পর্কিত খবর