Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৩ ১১:১১

শরীয়তপুর: প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে, শনিবার রাত ৩টার দিকে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে রোববার সকাল সোয়া ৮টার দিকে কুয়াশা কমে যাওয়ায় আবার ফেরি চলাচল শুরু হয়।’

সারাবাংলা/এমও

ফেরি চলাচল শরীয়তপুর-চাঁদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর