Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল সীমান্তে ৭৫ লাখ টাকার সোনার বার উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩ ১০:১৭ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩২

বেনাপোল: বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান একথা জানান। তিনি বলেন, ‘শুক্রবার রাত ১১টার দিকে পুটখালী সীমান্তের সজলের মোড় থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।’

বিজ্ঞাপন

বিজিবি অধিনায়ক বলেন, ‘পুটখালী গ্রামের সীমান্তে দিয়ে সোনার একটি চালান ভারতে পাচার হবে- এমন সংবাদের একটি টহলদল সেখানে অভিযান চালায়। এসময় পাচারকারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে থেকে ৮টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৯৩৮ গ্রাম, বাজার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।’

উল্লেখ্য, গত ২০২২ সাল থেকে চলতি মাস পর্যন্ত সময়ে ২৩টি চালানে মোট ৬৬ কেজি সোনা জব্দ করেছে বিজিবি। যার বাজার মূল্য ৪৯ কোটি টাকা। এ সময়ে ২৩ জন পাচারকারীকে আটক করেছে বিজিবি।

সারাবাংলা/এমও

পুটখালী সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বেনাপোল

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর