মোংলা: মেট্রোরেলের ষষ্ঠ লাইনের শেষ চালানের ৪টি কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি ‘ভেনাস ট্রাম্ফ’। জাপানের কোবে বন্দর থেকে আসা জাহাজটি গতকাল রোববার (১২ মার্চ) বিকেল ৪টায় মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে এবং রাতেই মাল খালাস শুরু হয়।
সোমবার (১৩ মার্চ) সকালে জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, মেট্রোরেলের ৪টি কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে পানামার পতাকাবাহী জাহাজ এমভি ভেনাস ট্রাম্ফ। বর্তমানে জাহাজটি বন্দরের ৮নম্বর জেটিতে অবস্থান করছে।
জাহাজটিতে কোচ ও ইঞ্জিনসহ ৭৮ প্যাকেজের ৩৫৬.৮৬১ মেট্রিক টন মেশিনারি সরঞ্জাম রয়েছে। এসব পণ্য খালাসের সঙ্গে সঙ্গেই নদী পথে বার্জে (নৌযান) করে পাঠানো হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেলের ডিপোতে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত (১২ মার্চ) জাপান থেকে ১৫টি জাহাজে করে মেট্রোরেলের ২৪টি সেটে ১৪৪টি কোচ ও দু’টি ইঞ্জিন এসেছে মোংলা বন্দরে। মোট ১৪৪টি কোচ-ইঞ্জিনের মধ্যে কোচ ৯৬টি আর ইঞ্জিন হলো ৪৮টি। গত বছরের ২৮ মার্চ প্রথম চালানে এসেছিল ৬টি রেলওয়ে কোচ। আর চলতি বছরের ১২ মার্চ চারটি কোচ ও দু’টি ইঞ্জিন আসার মধ্য দিয়ে শেষ হলে মেট্রোরেলের ষষ্ঠ লাইনের শেষ চালানের পণ্যের আমদানি, খালাস ও পরিবহন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ট্রাফিক ম্যানেজার মো. কুদরত আলী শেখ সারাবাংলাকে জানিয়েছেন, মেট্রোরেলের কোচ নিয়ে একটি জাহাজ রোববার (১২ মার্চ) ১২ মার্চ বিকেলে বন্দরের সাত নম্বর জেটিতে নোঙ্গর করে। সোমবার সকাল ১০টা পর্যন্ত ৩৩১ মেট্রিক টন পণ্য খালাস হয়েছে। আজকের মধ্যেই পুরো চালানটি খালাস করে ডেলিভারি দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
মো. ওয়াহিদুজ্জামান আরও বলেন, ‘ঢাকায় মেট্রোরেলের লাইন হবে ছয়টি। ছয়টি লাইনের কোনোটি উত্তরা, কোনোটি মতিঝিল, কোনোটি মিরপুর ও কোনোটি বারিধারাসহ অন্যান্য জায়গায় যাবে। এই ৬টি লাইনের মধ্যে ষষ্ঠ লাইনের ১৪৪টি কোচ-ইঞ্জিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম শেষ চালান এসেছে আজ। এর মধ্য দিয়ে ষষ্ঠ লাইনের সব পণ্য আমদানি শেষ হয়েছে। এরপরও বাকি থাকছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম লাইনের কোচ-ইঞ্জিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম আমদানির কাজ।’
তবে চলতি মাসেই প্রথম ও পঞ্চম লাইনের মালামাল আমদানির আন্তর্জাতিক দরপত্র আহ্বানের কথা রয়েছে। এ টেন্ডার কার্যক্রম শেষ হওয়ার পর আবারও মোংলা বন্দর দিয়ে আসবে মেট্রোরেলের বাকি সব লাইনের মালামাল।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, ‘মেট্রোরেলসহ দেশের মেগা প্রজেক্টের পণ্য আসছে মোংলা বন্দর দিয়েই। যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ও বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল আসছে মোংলা বন্দর দিয়েই। এর আগে পদ্মা সেতুর মালামালও এসেছে দেশের দ্বিতীয় বৃহত্তম এ সমুদ্র বন্দর দিয়েই।
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের প্রচেষ্টায় দিনকে দিন মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এ বন্দরের দিকে ঝুঁকে পড়ছেন আমদানি-রফতানিকারকরা। এছাড়া পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। এতে স্বল্প সময়ে ও কম খরচে মোংলা বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানির সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে এ বন্দরের কর্মচাঞ্চল্য ক্রমান্বয়ে বেড়েই চলেছে।’