নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৩ ১৫:১৩
১৮ মার্চ ২০২৩ ১৫:১৩
ঢাকা: রাজধানীর জিগাতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রশিদুল ইমলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রশিদুলের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়।
মৃত রশিদুলের সহকর্মী মো. নুর আলম জানান, তারা জিগাতলায় পিলখানার ৪ নম্বর গেটের পাশে একটি নির্মাণাধীন ১৩ তলা ভবনে গত আটদিন ধরে রড মিস্ত্রীর কাজ করছিলেন। ছাদের একপাশে কাজ করার সময় সেখান থেকে নিচে পড়ে যান রশিদুল। তার কোমড়ের সেফটি বেল্ট লাগানো থাকলেও সেটা ছিড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/ইআ