Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোলাম মূর্তজা ফের বাংলাদেশ-চায়না চেম্বারের সভাপতি নির্বাচিত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৩ ১৩:২৩ | আপডেট: ২৩ মার্চ ২০২৩ ১৩:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মূর্তজা পাপ্পা বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। এছাড়া মৃধা বিজনেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আল মামুন মৃধা সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তারা ২০২৩-২০২৫ মেয়াদে দায়িত্ব পালন করবেন।

বুধবার (২২ মার্চ) বিসিসিসিআইয়ের কার্যালয়ে নবনির্বাচিত কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সংস্থার নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মো. মোর্শেদুজ্জামান। এ সময় নবনির্বাচিত নির্বাহী কমিটি দায়িত্ব হস্তান্তর করা হয়।
নতুন কমিটিতে বিসিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছেন- মো. শাহজাহান মৃধা বেনু, লুমবিনি লি. ম্যানেজিং ডিরেক্টর ব্রি. জেনারেল শাহ্ মো. সুলতানউদ্দীন ইকবাল (বীর প্রতীক) এবং এরিড টেক সার্ভিসেস লি. এর ম্যানেজিং ডিরেক্টর এটিএম আজিজুল আকিল ডেভিড।

বিজ্ঞাপন

এছাড়া সারাবাংলা ডটনেটের প্রকাশক ও যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বদরুল আলম খান, মেসার্স তোহফা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. ইসহাকুল হোসেন সুইট, প্লাটিনাম টিস্যু অ্যান্ড পেপার ইন্ডা. লিমিটেডের চেয়ারম্যান মো. নাজিমুদ্দিন চৌধুরী এবং টেক্সটাইল মিলস লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো. শহীদ আলম শাহ ফাতেউল্লাহ সংস্থার ভাইস-প্রেসিডেন্ট হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন।

স্যাভর ইন্টান্যাশনাল লিমিটেডের ম্যানিজিং ডিরেক্টর মো. ফাইজুল আলম সংস্থার জয়েন্ট সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হন।

নির্বাহী কমিটিতে অন্যান্য পুর্নর্নির্বাচিত সদস্যরা হলেন- সিইএমএস লিমিটেডের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ এম.ডি. মিস. মেহেরুন নেসা ইসলাম, আকিজ গ্রুপের ডিরেক্টর শেখ আমিন উদ্দীন মিলন, মে ইন্টা. ট্রেড সার্ভিসেস লিমিটেডের সিইও সৈয়দ আমিনুল কব্রি, ইউনিয়ন রিসোর্সেস অ্যান্ড ইনজিনিয়ারিং কোং লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মি. লি শিয়াও, ম্যাক ফার্নিচার লিমিটেডের এমডি মো. মনিরুল ইলসাম।

কমিটিতে নতুন নির্বাচিত সদস্যরা হলেন- ইউনিভেনচার লিমিটেডের এমডি মো. হাফিজুর রহমান খান, এআরকে কনসালটেন্ট অ্যান্ড ইঞ্জি. লিমিটেডের এমডি. খন্দকার আতিকুর রহমান, হেনা এন্টা. লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, টেকনো ড্রাগস লিমিটেডের ডিরেক্টর আরেফিন রাফি আহম্মেদ, বোলিং ফুটওয়্যারসের সিনিয়র পার্টনার কাজী নেওয়াজ ইবনে মাহতাব এবং জেডএম ইন্টা. এর সিইও মো. জাকির উদ্দিন আহম্মেদসহ অনেকে।

সারাবাংলা/এমও

গোলাম মূর্তজা বাংলাদেশ-চায়না চেম্বার সভাপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর