সুন্দরবনের কয়রায় ৮২ কেজি মাংসসহ হরিণের ২০টি পা জব্দ
লোকাল করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৩ ১৫:৫০
২৩ মার্চ ২০২৩ ১৫:৫০
মোংলা: ৮২ কেজি মাংসসহ হরিণের ২০টি পা জব্দ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৩ মার্চ ) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
আব্দুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কয়রা আংটিহারা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৮২ কেজি হরিণের মাংসসহ হরিণের ২০টি পা ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়। হরিণের মাংস পাচারকারীরা কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘জব্দ করা হরিণের মাংস, পা এবং কাঠের নৌকা পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।’
সারাবাংলা/এমও