Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসকদের হাসপাতালে প্র্যাকটিস শুরু ৩০ মার্চ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৩ ১৬:১৮

ঢাকা: আগামী ৩০ মার্চ থেকে নিজ কর্মক্ষেত্রে প্রাতিষ্ঠানিক প্র্যাকটিসের সুযোগ পাবেন চিকিৎসকরা। সোমবার (২৭ মার্চ) সচিবালয়ে ‘‘সরকারি চিকিৎসকদের বৈকালিক স্বাস্থ্যসেবা’’ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে ১০টি জেলা হাসপাতালে এবং ২০টি উপজেলা হাসপাতালে এ পাইলটিং কার্যক্রম শুরু হবে। আর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্র্যাকটিস করতে পারবেন চিকিৎসকরা।’

তিনি আরও বলেন, ‘মার্চ থেকেই সরকারি চিকিৎসকদের ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরুর কথা বলেছিলাম। কিন্তু ৩০ মার্চ থেকে পাইলট প্রজেক্ট হিসেবে প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস চালু করার চেষ্টা করছি।’

শুরুতে কয়েকটি জেলা ও উপজেলা হাসপাতালে এ কার্যক্রম শুরু করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে প্র্যাকটিস করতে পারবেন চিকিৎসকরা। এতে নার্স ও টেকনিশিয়ানরাও সপ্তাহে দুইদিন করে কাজ করবেন। তারা যে সেবা দেবেন, তার বিনিময়ে তাদের সম্মানী নির্ধারণ করা হয়েছে। এর একটি অংশ পাবেন চিকিৎসকরা। ফি হবে ৫০০ টাকা। এরমধ্যে ৪০০ টাকা পাবেন অধ্যাপকরা এবং একটি অংশ পাবে সরকারও।’

জাহিদ মালেক আরও বলেন, ‘আমরা কয়েকমাস ধরে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল এ সময়ের মধ্যেই প্র্যাকটিস শুরু করা হোক।’

এ ছাড়া, পাইলটিং কার্যক্রম সফল হলে বাকি জেলা উপজেলায়ও শুরু করা হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/জেআর/ইআ

টপ নিউজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর