Friday 29 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার মাসেও মতপ্রকাশের স্বাধীনতা নেই : শাহাদাত

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৩ ২০:৩৬

চট্টগ্রাম ব্যুরো : দৈনিক প্রথম আলোর প্রতিবেদককে বাসা থেকে তুলে নিয়ে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, ‘স্বাধীনতার মাসেও দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই। দেশে মানবাধিকার হরণকারী একদলীয় ফ্যাসিস্ট সরকারের অপশাসন চলছে।’

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে নগরীর পাঠানটুলি ওয়ার্ডে নারীদের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

শাহাদাত হোসেন বলেন, ‘প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামানকে বাসা থেকে তুলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দিয়ে ৩৫ ঘণ্টা পর কারাগারে পাঠানো হয়েছে। একজন সাধারণ দিনমজুর জাকির হোসেনের বক্তব্য তুলে ধরার কারণে তাকে কারাগারে যেতে হয়েছে। এভাবেই সাংবাদিকদের মুখ বন্ধ করতে চায় সরকার, যেন তারা সঠিক সংবাদ প্রকাশ করতে না পারে। সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই কালো আইনে মামলা দিচ্ছে সরকার।’

তিনি আরও বলেন, ‘এই সরকারের কাছে কেউ নিরাপদ নয়। বিএনপি নিরাপদ নয়, সাংবাদিক নিরাপদ নয়, গৃহকর্মী নিরাপদ নয়, মহিলা নিরাপদ নয়, কোনো মানুষ নিরাপদ নয়। নিরাপদ শুধু সরকার দলীয় লোকজন।’

কেন্দ্রীয় মহিলা দলের সহ সাধারণ সম্পাদক ফাতেমা বাদশা’র সভাপতিত্বে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, আহবায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, ডবলমুরিং থানার সাধারণ সম্পাদক বাদশা মিয়া বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম বিএনপি স্বাধীনতার মাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর