চবি হলে ছাত্রীর আত্মহনন
৮ এপ্রিল ২০২৩ ২১:৫৪
চট্টগ্রাম ব্যুরো: ক্যাম্পাসের ছাত্রীনিবাসে নিজ কক্ষে আত্মহত্যা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। সহপাঠীরা জানিয়েছেন, অসুস্থতার কারণে কয়েকটি পরীক্ষা দিতে না পারায় তিনি অবসাদগ্রস্ত ছিলেন।
শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কয়েকজন সহপাঠী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত মোছাম্মৎ রোকেয়া খাতুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি লালমনিরহাট জেলায়। তিনি চবির শামসুন্নাহার হলের ২১০ নম্বর কক্ষের একজন আবাসিক ছাত্রী ছিলেন।
জানা গেছে, শনিবার বিকেলে হলে নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন রোকেয়া। কয়েকজন সহপাঠী তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক টিপু সুলতান সারাবাংলাকে বলেন, ‘আমাদের কাছে যখন আনা হয়েছে, তখনই মুমূর্ষু অবস্থায় ছিলেন। যতটুকু সম্ভব সেবা দিয়ে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, কর্তব্যরত চিকিৎসক ইকো কার্ডিওগ্রাফি (ইসিজি) রিপোর্ট দেখে তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শামসুন্নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. রকিবা নবি সারাবাংলাকে বলেন, ‘সহপাঠীদের কাছ থেকে শুনলাম, রোকেয়া খুবই ভালো ছাত্রী ছিল। অসুস্থতার কারণে ইয়ার ফাইনালের কয়েকটি পরীক্ষা তার মিস হয়ে গেছে। এরপর থেকে ডিপ্রেসড হয়ে পড়েছিল। তার হাজবেন্ডও আমাদের একই কথা বলেছে। এজন্য আত্মহত্যা করেছে কি না, সেটা পুরোপুরি নিশ্চিত করে বলা সম্ভব নয়।’
সারাবাংলা/এফএইচ/আইই