Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৩ ২২:১৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ২৩:১১

ঢাকা: দেশে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এদিন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাত্র দুই দিনের মাথায় এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করেছে। চলতি গ্রীষ্ম মৌসুমে চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি সামান্য কিছু রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এর আগে, গত ১১ এপ্রিল ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যু উৎপাদন করে এ বছর প্রথম রেকর্ড গড়ে। আর গত বছরের ১৬ এপ্রিল সর্বোচ্চ ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেকর্ড করা হয়েছিল।

সারাবাংলা/জেআর/পিটিএম

বিদ্যুৎ রেকর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর