হিলি সীমান্ত পরিদর্শন করলেন বিএসএফ মহাপরিচালক
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৩ ২২:৩২
১৪ এপ্রিল ২০২৩ ২২:৩২
দিনাজপুর: দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করলেন বিএসএফের মহাপরিচালক ডক্টর এসএল থাউসেন। এ সময় ফুল ও মিষ্টি উপহার দিয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন দুই বাহিনীর সদস্যরা। বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাসেদ আসগর ও জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
শুক্রবার (১৪ এপ্রিল) ৩টার দিকে সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় তিনি এলে বিজিবির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রাসেদ আসগর সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক আজকে হিলি সীমান্ত পরিদর্শন করেছেন। এ সময় তাকে বিজিবির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে উভয়পক্ষ মিষ্টি ও ফুল বিতরণ করে।
সারাবাংলা/একে