পুলিশের সঙ্গে সংঘর্ষ ও অস্ত্র লুট, আ’লীগ নেতার কারাদণ্ড
৭ মে ২০১৮ ১৮:২০
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: পুলিশের সঙ্গে সংঘাতের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের হওয়া একটি মামলায় চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাদের প্রত্যককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে অারও ২ মাসের কারাদণ্ড দিয়েছেন।
এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত মামলার ২৪ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।
সোমবার (০৭ মে) চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রবিউল আলম এই রায় দিয়েছেন।
দণ্ডিতরা হলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য ও খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সদস্য জাহেদ ইকবাল চৌধুরী, তার ভাই আসিফ ইকবাল চৌধুরী এবং একই ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউল হক সুমন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা পিপি বিধান কুমার বিশ্বাস সারাবাংলাকে জানান, ২০১৭ সালের ১৫ জুলাই মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে পুলিশের সঙ্গে সিএনজি অটোরিকশা চালকদের সংঘর্ষ হয়। এসময় পুলিশের অস্ত্র লুটের ঘটনা ঘটে। এই সংঘর্ষের নেতৃত্বদাতা ছিলেন জাহেদ ইকবাল।
এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ২৭ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগ গঠনের পর নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন।
দণ্ডিত তিনজন রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
সারাবাংলা/আরডি/একে