বনশ্রীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
৮ মে ২০১৮ ০৯:২৭ | আপডেট: ৮ মে ২০১৮ ০৯:২৮
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর দক্ষিণ বনশ্রীতে জাকির হোসেন (২৫) নামের এক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
সোমবার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত যুবককে হাসপাতালে নিয়ে আসা রাহিমা আক্তার এক নারী এবং জয় নামের এক যুবক জানায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় আহত অবস্থায় তাকে পরে থাকতে দেখে তারা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের পেটের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/টিএম
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook