Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবি করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৩ ১৫:৩৯

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ১০৬টি কক্ষে চারুকলা অনুষদের এই ভর্তি পরীক্ষা শুরু হয়।

শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় শুরু হয়ে এই ইউনিটের পরীক্ষা শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। আগামী ২০ মে এ অনুষদের ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের ফলাফল ঘোষণা হতে পারে বলে বিশ্ববিদ্যালয়সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

এই অনুষদে মোট ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি। সে হিসেবে আসনপ্রতি প্রায় ৫৪ জন প্রার্থী অংশ নেওয়ার কথা ছিলো। তবে কতজন শিক্ষার্থী চূড়ান্তভাবে অংশ নিয়েছেন সে বিষয়ে এখনও জানা যায়নি।

এদিকে, দীর্ঘদিন ধরে চলে আসা ‘ক’, ‘খ’, ‘গ’, ‘ঘ’ কিংবা ‘ঙ’ নামে কোনো ইউনিট নেই এবার। পুনর্গঠিত কলা ইউনিট, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিটে) অনুষ্ঠিত হচ্ছে এবারের ভর্তি পরীক্ষা। পূর্বের মতো উচ্চমাধ্যমিকের বিভাগ অনুসারে স্বতন্ত্র কোনো ইউনিটও নেই এবার। বরং, সবগুলো ইউনিটেই নির্দিষ্ট আসন সংখ্যার ভিত্তিতে পরীক্ষা দিতে পারবেন বিজ্ঞান, মানবিক, চারুকলা ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা।

এদিকে,পরীক্ষা চলাকালীন কলা অনুষদ ভবন পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘চারুকলা অনুষদে শিক্ষার্থী কম হওয়ায় স্বাভাবিক পরিবেশ খুবই ভালো। আমরা আশা করব সামনের দিনগুলোতেও পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকবে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে সুশৃঙ্খলভাবে পরীক্ষা নিয়েছে এবারও সেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।’

বিজ্ঞাপন

এসময় তিনি সব মহলের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, আগামী ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/আরআইআর/এমও

চারুকলা ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর