নিকেতনের অফিস থেকে বিজ্ঞাপনী সংস্থার কর্মচারীর লাশ উদ্ধার
৮ মে ২০১৮ ২২:৩১
।।সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর গুলশানের নিকেতন আবাসিক এলাকায় একটি বিজ্ঞাপনী সংস্থার অফিস থেকে সেখানকার এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিকেতন ৩ নম্বর সড়কের টিনশেল টাউন নামের ওই অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম শাকিল আহমেদ। তিনি টিনশেল টাউনে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। ওই অফিসেই থাকতেন তিনি। জানা গেছে, তাকে অপহরণ করা হয়েছে জানিয়ে এক ব্যক্তি তার বাবার কাছে মুক্তিপণ দাবি করেছিল।
ওসি আবুবকর সিদ্দিক বলেন, মঙ্গলবার সকালের দিকে অফিসের লোকজন শাকিলের মোবাইলে কল করে নম্বর বন্ধ পান। পরে ওই মোবাইল নম্বর থেকেই তার বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অজ্ঞাত এক ব্যক্তি। শাকিলের বাবা এক লাখ টাকা মুক্তিপণ দিতে পারবেন জানালে তাতেই রাজি হয় ওই ব্যক্তি। এরপর মোবাইল নম্বরটি আবার বন্ধ পেলে শাকিলের বাবা গুলশান থানায় অভিযোগ করেন।
ওসি জানান, অভিযোগ পাওয়ার পর ওই অফিসের আশপাশে সাদা পোশাকে অবস্থান নেয় পুলিশ। অপহরণকারীদের কাছে টাকা পৌঁছে দেওয়ার সময় তাকে আটক করা হবে— এমন পরিকল্পনা থেকে অফিসে অন্য কাউকেই পুলিশ ঢুকতে দেয়নি। তবে সারাদিন অপেক্ষার পরও কোনো সাড়া না পাওয়ায় সন্ধ্যায় সোয়া ৭টার দিকে অফিসের দরজা ভেঙে ফেলা হয়। এ সময় অফিসের একটি রুমে বিছানার ওপর গলাকাটা অবস্থায় শাকিলের লাশ দেখতে পায় পুলিশ।
ওসি বলেন, ‘শাকিলের শরীরের অনেক স্থানে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
সারাবাংলা/ইউজে/টিআর