Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত


৯ মে ২০১৮ ১০:১৮ | আপডেট: ৯ মে ২০১৮ ১০:২২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর রামপুরার আমুলিয়া স্টাফ কোয়ার্টার সংযোগ সড়ক এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক যুবক (৩৮) নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) আজাদ হাওলাদার সারাবাংলাকে জানান, আমুলিয়া এলাকায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, ভোর ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃত ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/আইএ/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর