ইবির গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি
২৭ মে ২০২৩ ১৩:৫৯
কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি জানিয়েছে শাখা ছাত্র মৈত্রী। শুক্রবার (২৬ মে) সংগঠনটির সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াসিরুল কবির সৌরভ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ দাবিকে সমর্থন জানিয়েছেন।
প্রসঙ্গত, ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন ছুটির মাঝে ৭ দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চলবে। গ্রীষ্মকালীন ছুটি আগামী ৩ জুন শুরু হয়ে ১২ জুন পর্যন্ত শেষ হবে। এদিকে ২৪ জুন ঈদের ছুটি শুরু হবে।
বিবৃতিতে ছাত্র মৈত্রীর নেতারা বলেন, ‘করোনাকালীন প্রায় দেড় বছরের ছুটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে ব্যাপক প্রভাব ফেলেছে। যার ফলে সেশনজট তীব্র আকার ধারণ করেছে। তাই সেশন জট পুষিয়ে উঠতে ধারাবাহিক ক্লাস-পরীক্ষা নেওয়া এবং ছুটি কমানোর বিকল্প নেই।’
এমন অবস্থায় গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে কিছুটা হলেও সেশনজট কমিয়ে আনা সম্ভব। কারণ এর পরেই আবার ঈদের ছুটি থাকার কারণে কয়েকদিন বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও একাডেমিক কার্যক্রমে ছন্দপতন হবে বলে মনে করে ছাত্র মৈত্রী। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখার জোর দাবি জানান তারা।
সারাবাংলা/একে