আদাবরে আবাসিক ভবনে আগুন নিয়ন্ত্রণে
সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৩ ১৫:৩৯
২৮ মে ২০২৩ ১৫:৩৯
ঢাকা: রাজধানীর আদাবর ১০ নম্বর সড়কে একটি ৮ তলা আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের প্রথমে ৭ টি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে রোববার (২৮ মে) দুপুর ১২টায় ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পাওয়ার পরপরই প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (মিডিয়া) শাহজাহান শিকদার বলেন, ‘মূলত ভবনটির বেজমেন্টে আগুন লাগে। এতে দ্বিতীয় তলায় দুজন নারী ও একজন বৃদ্ধ পুরুষসহ কয়েকটি ফ্লোরে অনেকে আটকা পড়েন। পরে তাদের ফায়ার সার্ভিসের কর্মীরা একে একে নিরাপদে বের করে আনেন।’
তিনি আরও বলেন, ‘আগুনে কেউ হতাহত নেই। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে।’
সারাবাংলা/ইউজে/একে