Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে পাশের হার ১১.৮৪ শতাংশ

ঢাবি করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৩ ১৪:৫০

ঢাবি: ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় পাশ করেছে ১১ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী। সংখ্যার হিসেবে ৪ হাজার ৫২৬ জন।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফলাফল ঘোষণা করেন।

এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৩৮ হাজার ২৩৫ জন। পাশকৃতদের মধ্যে রয়েছেন বিজ্ঞান বিভাগের ৫৭৭ জন, মানবিক বিভাগে ৬৩২ জন এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ৩৩১৭ জন শিক্ষার্থী

এদিকে, ব্যবসায় শাখা ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে।

সারাবাংলা/আরআইআর/ এনইউ

টপ নিউজ ঢা‌বি ব্যবসায় শিক্ষা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর