Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৩ ১৭:০৩

জামালপুর: সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছেন সাংবাদিকরা।

বুধবার (২১ জুন) দুপুরে জামালপুর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বৈরি আবহাওয়া উপেক্ষা করেই গণমাধ্যমকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সাংবাদিক নেতারা। এ সময় বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

সাংবাদিক নেতারা নাদিম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার, নির্দিষ্ট সময়ের মধ্যে মামলার চার্জশিট দেওয়া, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর এবং নিহত সাংবাদিক নাদিমের ক্ষতিগ্রস্ত পরিবারের ভরণপোষণ ও নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণের দাবি জানান সাংবাদিকরা।

এছাড়াও সাংবাদিক নেতারা খুলনায় দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সারাবাংলা/এমও

জামালপুরে বিক্ষোভ ফাঁসির দাবি সাংবাদিক নাদিম

বিজ্ঞাপন

দেশের বাইরে ‘বরবাদ’
১২ এপ্রিল ২০২৫ ২১:২০

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর