আওয়ামী লীগের কাজ জনগণের সেবা করা: প্রধানমন্ত্রী
২৩ জুন ২০২৩ ১৯:৫৩
ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ আছে বলেই কিন্তু নৌকা মার্কায় জনগণ ভোট দিয়েছে বলেই আজকে মানুষের পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটা আওয়ামী লীগ ক্ষমতায় না এলে কোনোদিনই হতো না।
কারণ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সেবা করা; এটিই আওয়ামী লীগের কাজ।
শুক্রবার (২৩জুন) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।
টানা তৃতীয় মেয়াদে সরকারের নানামুখী পদক্ষেপ বাস্তবায়নের ফলে আর্থ-সামাজিক অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়নসহ নানা রকমের অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরেন এবং আজকে বাংলাদেশের বিরাট পরিবর্তন আনতে সক্ষম হয়েছি বলে জানান আওয়ামী লীগ সভাপতি।
তিনি বলেন, ‘একসময় এ দেশের মানুষের নুন-ভাত জুটাতে কষ্ট হতো। তারা একটু নুন-ভাত চাইতো। তারপরে এলো ডাল-ভাত। অন্তত মানুষকে আমরা এমন পর্যায়ে আনতে পেরেছি যে, এখন নুন-ভাত, ডাল-ভাত নয়, মানুষের চাহিদা মাংসতে এসেছে। মানুষ এখন মাংস পাচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি, মাংসের দাম বেড়েছে। কিন্তু মানুষের মাংস-ভাত খাওয়ার যোগ্যতা বা সেই সামর্থ্য সেটি তো স্বীকার করতেই হবে। অন্তত এই জায়গায় আমরা আনতে পেরেছি। চাহিদা তো বাড়াতে পেরেছি। এতে কোনো সন্দেহ নেই।’
সরকারপ্রধান বলেন, ‘আমি তো আগেই বললাম মানুষ নুনভাত থেকে এখন মাংস ভাত চায়। অন্তত এইটুকু তো উন্নতি হয়েছে। সঙ্গে সঙ্গে সবাইকে নিজের কাজ করতে হবে। বাংলাদেশটাকে নিয়ে যেন কেউ আর ছিনিমিনি খেলতে না পারে। আমি জানি, অনেক চক্রান্ত আছে ষড়যন্ত্র আছে। আওয়ামী লীগ সরকারে থাকলে জনগণ যে লাভবান হয়। জনগণের যে ভাগ্য পরিবর্তন হয় সেটিই প্রমাণিত সত্য। সে জন্য আমি একটু সময় নিয়ে আপনাদের কাছে কথাগুলো তুলে ধরলাম।’
শেখ হাসিনা বলেন, ‘তার কারণ হচ্ছে আওয়াম লীগ আছে বলেই কিন্তু নৌকা মার্কায় জনগণ ভোট দিয়েছে বলেই আজকে মানুষের পরিবর্তন এসেছে। এখন তো আর কেউ খালি পায়ে কাঁদা পায়ে হাঁটতে হয় না। সকলের অন্তত এক জোড়া রাবারের চপ্পল হলেও পায়ে আছে, অন্তত পরণে কাপড়-চোপড় আছে। আমি ১৯৮১ সালে ঘুরে যা দেখেছি এখন তা আমূল পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা আওয়ামী লীগ ক্ষমতায় না এলে কোনোদিনই হতো না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ থাকলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং বাংলাদেশে কেউ ভূমিহীন থাকবে না, কেউ গৃহহীন থাকবে না। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩০ প্রকারের ওষুধ বিনামূল্যে দিচ্ছি। এমনকি ইনসুলিনও এখন বিনামূল্যে দেওয়া শুরু করেছি। অর্থ্যাৎ মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা প্রতিটি মৌলিক চাহিদা আমরা পূরণ করে যাচ্ছি। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছি। কারণ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছেই জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সেবা করা; এটিই আওয়ামী লীগের কাজ।’
আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন বাস্তবায়নের অনেক দূর এগিয়ে গেছি জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা পাব। আমাদের উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। স্বাক্ষরতার বৃদ্ধি হার অব্যাহত রাখতে হবে। অর্থনৈতিকভাবে আমাদের সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে। একটু দুঃসময় যাচ্ছে আমি জানি। মানুষের যে কষ্ট লাঘবের জন্য প্রাণপণ চেষ্টা হচ্ছে। সেকারণে আমাদের যারা বিত্তশালি তাদেরও বলব, আশপাশে যারা একটু দরিদ্র আছে, তাদের দেখবেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কিন্তু বস্তিবাসীদেরও ফ্ল্যাট তৈরি করে দিচ্ছি। ওই হরিজন যারা আছে তাদেরকেও ফ্ল্যাট করে দিচ্ছি। আমরা জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত তাদের ফ্ল্যাট বাড়ি তৈরি করে দিচ্ছি। কোনো মানুষ অস্বাস্থ্যকর পরিবেশে থাকবে না। সবাইকে সুন্দরভাবে ঘরবাড়ি করে সুন্দরভাবে বাঁচার ব্যবস্থা করে দেব, এটিই হবে আজকে প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের প্রতিজ্ঞা। জাতির পিতার স্বপ্ন ইনশাআল্লাহ আমরা পূরণ করব।’
সভায় বক্তব্য রাখেন উপদেষ্টাপরিষদ সদস্য তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,শফিউল আলম চৌধুরী নাদেল, স্বাস্থ্য ও জনসখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও আবু আহমেদ মান্নাফী। যৌথভাবে সভা পরিচালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম।
সারাবাংলা/এনআর/একে
আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনা