Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহত, প্রতিবাদে রাজধানী রণক্ষেত্র

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২৩ ১৫:৩৭

ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলি নঁতে ১৭ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এ ঘটনায় শহরজুড়ে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। এতে প্যারিস শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।

ফরাসী গণমাধ্যমের খবরে জানা গেছে, ওই কিশোরের নাম নায়েল এম। তিনি ভাড়ায় গাড়ি চালাচ্ছিলেন। বেশ কয়েকটি ট্রাফিক আইন ও সিগনাল অমান্য করায় তাকে আটকানোর চেষ্টা করে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক পুলিশ কর্মকর্তা গাড়িতে কিশোরটির দিকে বন্দুক তাক করে গুলি করে।

বিজ্ঞাপন

কিশোরের উপর গুলি করা পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে আটক করা হয়েছে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছেন, গাড়িটি দুই পুলিশ মোটরসাইকেলে আরোহীকে ধাক্কা দিয়েছিল।

কিশোর হত্যার ঘটনায় ফ্রান্সের রাজধানীজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা পুলিশ সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত খবরে জানা গেছে, মঙ্গলবার পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা। স্থানীয় কয়েকটি বাস স্টপও ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীদের ঠেকাতে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। অন্তত ৯ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

সারাবাংলা/আইই

টপ নিউজ ফ্রান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর