নির্বাচনি ব্যবস্থা নিয়ে সন্দেহ ছড়ানোয় ভোটে নিষিদ্ধ বলসোনারো
১ জুলাই ২০২৩ ০৮:১৬
ব্রাজিলের অতি-ডানপন্থী প্রাক্তন প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে ৮ বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য ঘোষণা করেছে সেদেশের নির্বাচনি আদালত। গত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতার অপব্যবহার এবং দেশের ইলেকট্রনিক ভোটিং সিস্টেম (ইভিএম) নিয়ে ভিত্তিহীন সন্দেহ প্রকাশ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এমন রায় আদালতের।
অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১৮ জুলাই রাজধানী ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদে বিদেশি রাষ্ট্রদূতদের ডেকে বলসোনারো বলার চেষ্টা করেছেন যে, ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং সিস্টেম হ্যাক করে বড় আকারের জালিয়াতি সম্ভব। তিনি ওই বৈঠকে বিদেশি রাষ্ট্রদূতদের কাছে ব্রাজিলের নির্বাচনি ব্যবস্থা নিয়ে অভিযোগ করেন। এতে ব্রাজিলের গণতন্ত্র ক্ষুণ্ণ হয়েছে।
ওই নির্বাচনে অল্প ব্যবধানে লুইজ ইনাসিউ লুলা দা সিলভার কাছে হেরে যান বলসোনারো। লুলা ডি সিলভার কাছে ক্ষমতা হস্তান্তরের পরপর দেশ ছাড়েন বলসোনারো।
৬৮ বছর বয়সী প্রাক্তন প্রেসিডেন্টের বিপক্ষে নির্বাচনি আদালতের সাতজন বিচারকের মধ্যে চারজন ভোট দিয়েছেন। একজন বিচারক বলসোনারোর পক্ষে এবং অপর দুইজন এখনও ভোট দেননি। বলসোনারোর আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে ধারনা করা হচ্ছে।
ব্রাজিলের বিচারপতি কার্মেন লুসিয়া এই অভিযোগ সম্পর্কে বলেন, সভাটি হয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে। এটি ডেকেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট।
সারাবাংলা/আইই