Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রাহকের কাছে তিতাসের পাওনা ৬৭০১ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৩ ২০:০৫

ঢাকা: গ্রাহকদের কাছে গ্যাস বিক্রি বাবদ তিতাসের পাওনা ৬ হাজার ৭০১ কোটি টাকা। এই পাওনার তালিকায় সরকারি-বেসরকারি উভয় পর্যায়ই রয়েছে। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে পাওনা ১ হাজার ৬৫৭ টাকা। আর বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তিতাস পাবে ৫ হাজার ৪৪ কোটি টাকা।

সোমবার (১০ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে তিতাসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং রাজস্ব আদায় সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ বলেন, ‘সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ২ হাজার ৩৮৬ কোটি ১৩ লাখ টাকা পাওনা ছিল। এর মধ্যে ১ হাজার ৫২৫ কোটি ৯২ লাখ টাকা আদায় করা হয়েছে। এখনও তিতাসের পাওনার পরিমাণ ১ হাজার ৬৫৭ কোটি ৪৪ লাখ টাকা। বেসরকারি খাতে ৩১ হাজার ১৫৯ কোটি ৭৩ লাখ টাকা বকেয়া ছিল। এখন রয়েছে ৫ হাজার ৪৪ কোটি ৫৩ লাখ টাকা।

অবৈধ সংযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমরা অনেক অভিযান পরিচালনা করেছি। অভিযান অব্যাহত থাকবে। আমরা জনসংযোগ করেছি। বলেছি, চুরি ঠেকাতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। তাদের বলেছি, লাইন কেটে দেওয়ার পর ফের সংযোগ দেওয়া হলে ওই অঞ্চলের পুরো লাইন বন্ধ করে দেওয়া হবে। এতে আমরা অনেক ভালো ফল পেয়েছি।’

তিনি বলেন, ‘২০২১ সালের অক্টোবর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৩৩০টি ভ্রাম্যমাণ আদালতসহ ২৮ হাজার ৩৯৮টি অভিযান পরিচালনা করা হয়। এ সব অভিযানে ৬৬৮ দশমিক ৫০ কিলোমিটার অবৈধ লাইন, অবৈধ সংযোগ ও বকেয়ার কারণে ৬ লাখ ২ হাজার ৮৮৪টি চুলার সংযোগ বিচ্ছিন্নসহ মোট ৬ লাখ ৩ হাজার ৯৭৫টি সংযোগ কাটা হয়েছে। অবৈধ ব্যবহারের কারণে ২৫০টি শিল্প, ৩২৯টি বাণিজ্যিক, ৫৫ ক্যাপটিভ, ১০টি সিএনজি ফিলিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব অভিযানের মাধ্যমে ৩২১ কোটি ৮১ লাখ টাকা অতিরিক্ত বিল এবং ৯১ কোটি ২৫ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত বিল বাবদ ১৪৭ কোটি ৮০ লাখ টাকা ও জরিমানা বাবদ ৩৭ কোটি ৪১ লাখ টাকা আদায় হয়েছে।’

এক প্রশ্নের জবাবে বলেন, ‘তিতাসের বিরুদ্ধে কিছু অভিযোগ সত্য। তবে বাইরের লোকজন বেশি অপকর্ম করছে। অভিযোগের কারণে তিতাসের লোকজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার সময়ে আট জনকে বরখাস্ত করেছি। ১৬ জনকে সাময়িক বরখাস্তসহ ২২৮ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৯১ জনকে শাস্তিমূলক বদলি করেছি। ৫০ থেকে ৬০ জন ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

প্রিপেইড মিটার প্রসঙ্গে বলেন, ‘মিটার নিলে আমাদের লাভ। বকেয়া থাকে না, অগ্রিম বিল পাচ্ছি।’ তিতাস গ্যাসের সিস্টেম লস প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা জোনগুলোতে মিটার বসিয়েছি। তবে এখনো আলাদা করতে পারিনি। পরবর্তী সাংবাদ সম্মেলনে এ বিষয়ে অবগত করা হবে।’

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ তিতাস পাওনা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর