Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে একটি ভবনে শক্তিশালী ককটেল বিস্ফোরণ


১৪ জুলাই ২০২৩ ২১:১১

ছবি: সারাবাংলা

বেনাপোল (যশোর): জেলার বেনাপোল স্থল বন্দর এলাকায় একটি ভবনে শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। বিস্ফোরিত ভবনটির মালিক তরিকুল ইসলামের ছেলে শাহিন।

বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার রতন কুমার দেবনাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। শক্তিশালী ককটেল বিস্ফোরণে ওই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

থানার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, ‘বেনাপোল স্থলবন্দর এলাকায় একটি ভবনে বিস্ফোরণ হয়েছে। তবে এটি ককটেল নাকি গ্যাস সিলিন্ডার সেটি এখনো নিশ্চিত নয়। ওই ভবনে শ্রমিকরা ভাড়া থাকেন। বিস্ফোরণের সময় ভবনটি তালাবদ্ধ ছিল। কেউ হতাহত হয়নি।’

ককটেল বিস্ফোরণ টপ নিউজ বেনাপোল যশোর


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর