সিন্ডিকেট বিরোধী স্লোগানে মুখরিত কাউন্সিল অধিবেশন
১২ মে ২০১৮ ১১:৪৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম কাউন্সিলের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন মুখরিত ছিলো সিন্ডিকেট বিরোধী স্লোগানে। অধিবেশন চলার সময় ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ।
শনিবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হয় সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন। এতে যোগ দিয়ে সংগঠনটির নেতাকর্মীরা এসব স্লোগান দেন।
সম্মেলন প্রস্তুত কমিটির নির্বাচন কমিশনের আহ্বায়ক সংগঠনের সহসভাপতি আরিফুর রহমান লিমন সংগঠনের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার শুক্রবারের ঘোষণা অনুযায়ী যাদের বয়স ২৮ বছর অতিক্রম করেছে, তাদের প্রার্থীতা অবৈধ বলে বাতিল ঘোষণা করেন। পাশাপাশি যাদের প্রার্থীতা বাতিল হয়েছে তাদেরকে কাউন্সিল অধিবেশনের মিলনায়তন ত্যাগ করার নির্দেশ দেন।
কাউন্সিল অধিববেশনে নির্বাচন কমিশনের আহ্বায়ক, সদস্যসহ সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন উপস্থিত ছিলেন।
এদিকে বেলা ১০টা ৪৫ মিনিটের দিকে সংগঠনের সাবেক এক সাধারণ সম্পাদক কাউন্সিল অধিবেশনে প্রবেশ করলে ‘সিন্ডিকেট, সিন্ডিকেট’ বলে জোরালো স্লোগান দিতে শুরু করেন নেতাকর্মীরা।
শুক্রবার (১১ মে) বিকেলে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজেদের মধ্যে ত্যাগের মানসিকতা রেখে সমঝোতার ভিত্তিতে ছাত্রলীগকে নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘স্যাক্রিফাইস করাটা শিখতে হবে। আমি চাই, তোমরা সমঝোতার মাধ্যমে নেতৃত্ব নিয়ে আসো। তোমরা নিজেরাই বসো।’
ছাত্রলীগের নেতৃত্বে আসতে আগ্রহীরা এরই মধ্যে তার কাছে দরখাস্ত পাঠিয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এখন সম্মেলনে সবাই সমবেত হয়েছেন। আগামীকাল বসবে সাবজেক্ট কমিটি। যারা নেতৃত্বে আসতে চাও, মনে রেখো, স্যাক্রিফাইস করাটা শিখতে হবে। যেকোনোভাবে স্যাক্রিফাইস না করলে কিন্তু অর্জন করা যায় না। অর্জন তখনই করতে পারবে, যখন কিছু দিতে পারবে। কাজেই আমরা চাই, তোমরা সমঝোতার মাধ্যমেই নেতৃত্ব নির্বাচন করো।’
আসছে কমিটিতে ছাত্রলীগ নেতৃত্বে বয়স ২৮ বছর পর্যন্ত শিথিল করার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘ছাত্রলীগের নেতৃত্বের বয়স আমরা ২৭ বছর করে দিয়েছিলাম। কিন্তু এই কমিটি দুই বছরের হলেও তারা ৯ মাস বেশি থেকেছে। আমি চাই না, এই ৯ মাস বেশি হয়েছে বলে কেউ বঞ্চিত হোক। তাই এটাকে আমরা এক বছর গ্রেস দিতে পারি। কাজেই, ২৮ বছরের মধ্যে যারা আছে, তারাই কমিটিতে আসবে। কারণ এখন কোনো সেশনজট নেই। ২৩ থেকে ২৪ বছরের মধ্যে মাস্টার্স ডিগ্রি হয়ে যায়। ডাবল মাস্টার্স করার পরও যথেষ্ট বয়স থাকে।’
শুক্রবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন উদ্বোধনের পর রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান আওয়ামী লীগের নেতারা। সেখানে এবার আর সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে নেতা নির্বাচিত হবে না, ছাত্রলীগের শীর্ষ নেতাদের অনুরোধে নেতা বাছাই করে দেবেন জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের নেতৃত্বের বয়স নির্ধারণ করা হয়েছে অনূর্ধ্ব ২৯ বছর। গতরাতে গণভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী বলে বৈঠক।
ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রীর রাখা বক্তব্যে শীর্ষ নেতদের বয়স অনূর্ধ্ব ২৮ করার প্রস্তাবটি পুনর্বিবেচনা করার অনুরোধ করেন আওয়ামী লীগের নেতারা। তারা বলেন, ২৮ বছর বয়সসীমার কারণে অনেক যোগ্য প্রার্থী বাদ পড়তে পারে। নেতাদের অনুরোধের পর বয়স বাড়ান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বয়স বাড়ানো যেতে পারে, তবে তা হতে হবে একেবারে ২৯-এর মধ্যে। এ বিষয়ে বৈঠকে উপস্থিত এক নেতা জানান, নেত্রী বলেছেন বয়স হবে ২৮ বছর ৩৬৪ দিন। এক দিন কম থাকতে হবে। মোটকথা ২৯ বছর হওয়া যাবে না।
এদিন বিকেল ৪টার কিছু পরে বেলুন ও পায়রা উড়িয়ে ২৯তম সম্মেলনের কার্যক্রম শুরু করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হচ্ছে। সভায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২৯ তম সম্মেলনে নেতৃত্ব বাছাই করা হবে।
সারাবাংলা/এনআর/ টিএম/এমআইএস
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook
আরও পড়ুন..
প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়া মাত্রই ঘোষণা: সোহাগ
সমঝোতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনে ছাত্রলীগকে শেখ হাসিনার আহ্বান
আদর্শহীন রাজনীতি কোনো রাজনীতি নয়: শেখ হাসিনা
কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি বরদাশত করবো না : প্রধানমন্ত্রী
‘বাঙালির প্রতিটি অর্জনে ছাত্রলীগের অবদান রয়েছে’
ছাত্রলীগকে ফার্স্ট টাইম ভোটারদের সংগঠিত করতে হবে: ওবায়দুল কাদের
স্যাটেলাইট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী
সিন্ডিকেটের বৃত্ত থেকে নতুন মডেলে ফেরার সম্মেলন
ছাত্রলীগের সম্মেলন: নিরাপত্তায় মোড়ানো সোহরাওয়ার্দী
প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তেই ছাত্রলীগের নেতৃত্ব: সোহাগ
ছাত্রলীগের সম্মেলন: সোহরাওয়ার্দী উদ্যানে বাড়ছে নেতাকর্মীদের ভিড়
ছাত্রলীগকে ফার্স্ট টাইম ভোটারদের সংগঠিত করতে হবে: ওবায়দুল কাদের