চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষের জন্য রান্না করা খাবার পাঠিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার (৬ আগস্ট) দিনভর নগরীর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে উপমন্ত্রী রান্না করা খাবার বিতরণ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনু, পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর মোহাম্মদ শহীদুল আলম, পূর্ব বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর হারুনুর রশীদ, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর নুরুল আলম মিয়া এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহীন আক্তার রোজী উপমন্ত্রীর সহযোগিতা পানিবন্দি বাসিন্দাদের মাঝে পৌঁছে দেন।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সারাবাংলাকে বলেন, ‘একটানা অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা পানিবন্দি হয়ে পড়েছে। অনেক বাসিন্দার বাসায় পানি উঠে যাওয়ায় রান্নাবান্না সম্ভব হয়নি। এজন্য রান্না করা কিছু খাবার পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা আওয়ামী লীগের কর্মী, সকল দুর্দিনে আমরাই মানুষের পাশে থাকি, এটাই আমাদের রাজনৈতিক শিক্ষা।’
গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। টানা বৃষ্টিতে শুক্রবার থেকে রোববার পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা পানিবন্দি হয়ে আছে।