Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি পরীক্ষা: কোচিং সেন্টার বন্ধ ৪৩ দিন

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৩ ১৭:৪৪

ফাইল ছবি

ঢাকা: আগামী ১৭ আগস্ট থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৪৩ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির’সভা শেষে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

কোনো কোচিং সেন্টার খোলা আছে কিনা তা মনিটরিং করবে আইন শৃঙ্খলা বাহিনী। কোচিং সেন্টার খোলা থাকলেই ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে পারবে।

সারাবাংলা/ইউজে/এনইউ

এইচএসসি কোচিং পরীক্ষা সেন্টার

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর