মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
৮ আগস্ট ২০২৩ ২৩:০৯
মুন্সীগঞ্জ: জেলার লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) রাতে কুমারভোগ গ্রামের পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত দুই শিশু হলো- শাহ আলম মৃধার কন্যা চাঁদনী (১০) ও একই গ্রামের জাহিদ শিকদারের কন্যা মরিয়ম (১১)। তারা দু’জনই স্থানীয় মৌছা আমেনা হাকিম দাখিল মাদরাসার ৫ম শ্রেণির ছাত্রী।
স্বজনরা জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে মাদরাসা থেকে বাসায় এসে খাওয়া-দাওয়া করে ৬টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় তারা। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মরিয়মের মা সুমি বলেন, ‘বিকাল ৫টার দিকে মাদরাসা থেকে আসার পর আমার মেয়ে ভাত খেয়ে গোসল করতে যায়। আমি ভাবলাম গোসলখানায় গোসল করবে। আমি আমার ছোট ছেলেকে টিউশন মাস্টারের কাছে প্রাইভেট পড়াতে দিতে গেলাম। পরে এসে দেখি মরিয়ম নাই। এর প্রায় আধঘণ্টা পরে খুঁজতে গিয়ে দেখি পুকুর পাড়ে চাঁদনীর মরদেহটি ভেসে আছে। এর আগে, চাঁদনী আমাদের বাসায় এসেছিল। তাই ধারণা করলাম, আমার মেয়েও গোসল করতে আসছে। এরপর অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে আমার মেয়ের মরদেহটি উদ্ধার করা হয়।’
নিহত চাঁদনীর ভাই সামিউল আলম বলেন, ‘সকালে বললাম তোর আজ মাদরাসায় যেতে হবে না। ও বলল, না আজ মাদরাসায় প্রতিযোগিতা আছে। তাই মাদরাসায় গেল। বাসায় এসে খাওয়া-দাওয়া করে কোথায় গেল দেখলামও না। এরপর হঠাৎ শুনি পুকুর পাড়ে বোনের লাশ।’
নিহত মরিয়মের মামা শাহীন শেখ বলেন, ‘আজকে হঠাৎ করে পুকুরে গোসল করতে গিয়েছে। ও কখনও একা পুকুরে গোসল করতে যায় না। যদিও সাঁতার জানে। সাঁতার জানার পরেও কীভাবে ডুবে গেল বুঝলাম না।’
এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসাইন জানান, শিশু দু’টি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে আছে। বিস্তারিত পরে জানা যাবে। তবে এখনও এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সারাবাংলা/পিটিএম