লার্ভা ধ্বংসে ৬ ঘণ্টা সময় নেয় বিটিআই: ডিএনসিসি
১৬ আগস্ট ২০২৩ ২৩:২১
ঢাকা: ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর ভয়বহতার মধ্যে মশার ওষুধ নিয়ে বিপাকে পড়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ নিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভেটের ওপর পুরো দায় চাপালেও তাদের সামনে আনেনি ডিএনসিসি। তবে কীটতত্ত্ববিদ ডেকে ‘ব্যাসিলাথ থুরিনজিয়ানসিস ইসরায়েলিসিস (বিটিআই)’ নামক ব্যাকটেরিয়া মশার লার্ভা ধ্বংসে কার্যকর কি না তার পরীক্ষা চালিয়েছে সংস্থাটি।
বুধবার (১৬ আগস্ট) ঢাকা উত্তর সিটি করপোরেশনের অডিটোরিয়ামে জরুরি ভিত্তিতে সাংবাদিকদের সামনে বিটিআই পরীক্ষার ঘোষণা দেয়। পরে মিডিয়ার উপস্থিতিতে মশার লার্ভা ভর্তি বোতলের পানিতে বিটিআই পাউডার দিয়ে মশার লার্ভা ধ্বংসের পরীক্ষা চালানো হয়। তবে বোতলের ভেতরে থাকা মশার লার্ভা মারা যায় কি না তা দেখার জন্য ৬ ঘণ্টা সময় প্রয়োজন হয় বলে তাৎক্ষণিক ফল জানা যায়নি।
এর আগে, এদিন সকালে রাজধানীর মোহাম্মদপুরে অভিযানে গিয়েও বিটিআইয়’র কার্যকরিতা নিয়ে কথা বলেন মেয়র আতিকুল ইসলাম। সেইসঙ্গে ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়ার কথাও জানান তিনি। আর গত ৭ আগস্ট এক অনুষ্ঠানে সিঙ্গাপুর থেকে ৫টন বিটিআই আনার কথা জানায় ডিএনসিসি। সেইসঙ্গে পরীক্ষামূলকভাবে এর প্রয়োগও শুরু করেন তারা।
সারাবাংলার অনুসন্ধানে বিটিআই আমাদানিতে টেন্ডারের শর্ত ভঙ্গ ও জালিয়াতির খবর প্রকাশ করা হয়। সিঙ্গাপুরের কোম্পানি বেস্ট কেমিক্যাল লিমিটেড বাংলাদেশের ঢাকা উত্তর সিটি করপোরেশনে তাদের উৎপাদিত কোনো বিটিআই সরবরাহ করেনি বলে জানিয়েছিল সারাবাংলাকে। সেইসঙ্গে ডিএনসিসির কর্মীদের প্রশিক্ষণ দিতে ৭ আগস্ট বেস্ট কেমিক্যালের যে প্রতিনিধিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, ওই ব্যাক্তির সঙ্গেও তাদের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়। তাছাড়া সরবরাহাকরী প্রতিষ্ঠানের সঙ্গেও তাদের কোনো সম্পর্ক নেই। এ সংক্রান্ত একটি বার্তা কোম্পানির ফেসবুক পেইজেও দেওয়া হয়। সেখানে প্রতারণামূলকভাবে তাদের নাম ব্যাবহারের কারণে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেয় প্রতিষ্ঠানটি।
এমন জালিয়াতির বিষয় সামনে আসার পর নানা মহলে সমালোচনা শুরু হয়। এর মধ্যে ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন মেয়র আতিকুল ইসলাম। মোহাম্মদপুরের অভিযান শেষ করে নগরভবনে সাংবাদিকদের সামনে বিটিআই পরীক্ষার জন্য মেয়রের উপদেষ্টা কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশারকে ডেকে আনা হয়।
ডিএনসিসি’র কর্মকর্তারা পানির বোতলে মশার লার্ভা রাখেন। এরপর সেখানে পরিমাণমত বিটিআই প্রয়োগ করা হয়। বোতলের ভেতরে থাকা মশার লার্ভা মারা যায় কি না তা দেখার জন্য ৬ ঘণ্টা সময় প্রয়োজন। তাই সাংবাদিকদের মশার লার্ভাসহ সেই বোতল দিয়ে দেওয়া হয়। এ সময় ডিএনসিসি মেয়রের উপদেষ্টা কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, ‘এখন যে টেস্ট করা হলো ছয় ঘণ্টার মধ্যে এটির রেজাল্ট পাওয়া যাবে। এর আগে জাহাঙ্গীরনগরের ল্যাবের টেস্টে শতভাগ কার্যকরী রেজাল্ট পাওয়া গেছে।’
তিনি বলেন, ‘আপনাদের কাছে যে লার্ভা দেওয়া হয়েছে দেখেন তা ৬ ঘণ্টায় মারা যায় কি না। আমি সবসময় বলেছি, সঠিক জায়গায়, সঠিক মাত্রায় ও সঠিক সময়ে যদি প্রয়োগ করা হয় তবে বিটিআই কাজ করবে।’
এরপর সাংবাদিকদের সামনে আসেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘বিটিআই আনার পর তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা করা হয়। তারা জানিয়েছে এতে ৬ ঘণ্টার মধ্যে লার্ভা মারা যায়।’
এর আগে, মোহাম্মদপুরে তিনি বলেছিলেন, ‘ডিএনসিসির ইভ্যুলেশন কমিটি এটি পরীক্ষা করেছে। সেটিরও কার্যকর রেজাল্ট পেয়েছি। আইইডিসিআরসহ সবাই এটিকে কার্যকর বলেছে। আমদানিকারক প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভেট যেহেতু দাবি করেছে, তারা সিঙ্গাপুরের বেস্ট ক্যামিকেলস থেকে এনেছে, সেজন্য তাদের কাছে প্রমাণসহ তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে ডিএনসিসির পক্ষ থেকে।’
তিনি আরও বলেন, ‘চিঠিতে জানতে চাওয়া হয়েছে- তারা কোন কোম্পানি থেকে এনেছে, কার মাধ্যমে এনেছে। আর মাত্র পাঁচ টন বিটিআই আনা হয়েছে পরীক্ষামূলকভাবে। চাইলে বিটিআই সংগ্রহ করে যে কেউ পরীক্ষা করে দেখতে পারবেন- এটি কার্যকরী কি না। মার্শালের বিরুদ্ধে অন্যায়ের প্রমাণ পাওয়া গেলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সারাবাংলা/আরএফ/পিটিএম