Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-মাওয়ায় পরীক্ষামূলকভাবে চলল রেল ট্রাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৩ ১৪:১৫

মুন্সীগঞ্জ: পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা-মাওয়া অংশে পরীক্ষামূলক রেল ট্রাক চলাচল করেছে।

শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রেল ট্রাকটি ঢাকার গেণ্ডারিয়া রেলস্টেশন থেকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের উদ্দেশে যাত্রা শুরু করে। মাওয়া ক্যান্টমেন্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দীর্ঘ পথপাড়ি দিয়ে সকাল সাড়ে ১১টার দিকে পরীক্ষামূলক রেল ট্রাকটি মাওয়া এসে পৌঁছায়। পথে রেল ট্রাকটিতে থাকা পর্যবেক্ষক দল ঢাকা-মাওয়া অংশে স্থাপিত রেল লাইনের বিভিন্ন পয়েন্টে ও স্টেশনে ত্রুটি-বিচ্যুতি পর্যবেক্ষণ করেন।

পরে মাওয়া থেকে দুপুর ১২টার দিকে রেল ট্রাকটি মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায় বলে ক্যান্টমেন্ট সূত্র জানিয়েছে।

সারাবাংলা/এসইএইচটি/এনএস

পদ্মা সেতু

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর