Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিআই জালিয়াতি: মার্শাল ও চীনা সরবরাহকারীর নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৩ ০১:৪৪

ঢাকা: ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে জৈব কীটনাশক বিটিআই আমদানিতে জালিয়াতির ঘটনায় মামলা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ক্রয়চুক্তি অনুযায়ী আমদানি না করায় মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলীসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিটিআই সরবরাহকারী চীনা এক কর্মকর্তাও। এই বিটিআই জালিয়াতির তথ্য প্রথম উঠে এসেছিল সারাবাংলা ডটনেটের প্রতিবেদনে

বিজ্ঞাপন

সোমবার (২১ আগস্ট) রাতে ডিএনসিসির সহকারী ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা রাহাত আল ফয়সাল মামলাটি করেন। মার্শাল অ্যাগ্রোভেটের চেয়ারম্যান ছাড়া মামলার বাকি আসামিরা হলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আলাউদ্দিন ও নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ এবং চীনা নাগরিক লি কিউইয়াং। এর মধ্যে লি কিউইয়াংকে বিটিআই উৎপাদনকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুরের বেস্ট কেমিকেলসের প্রতিনিধি হিসেবে শুরুতে পরিচয় করিয়ে দিয়েছিল ডিএনসিসি। অন্যদিকে মার্শাল অ্যাগ্রোভেট তাকে বিটিআই সরবরাহকারী হিসেবে পরিচয় দেয়।

বিজ্ঞাপন

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন ও ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন মামলার তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- ডিএনসিসি’র কালো তালিকায় মার্শাল অ্যাগ্রোভেট

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ মে মার্শাল অ্যাগ্রোভেটকে বিটিআই আমদানির কার্যাদেশ দেওয়া হয় এবং ২১ মে এ বিষয়ে চুক্তি হয়। ১ আগস্ট মার্শাল অ্যাগ্রোভেট ডিএনসিসিকে বিটিআই কীটনাশক হস্তান্তর করে। এসব কীটনাশকের মোড়কের তথ্য অনুযায়ী, সেগুলো সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল থেকে আনা হয়েছে। পরে বেস্ট কেমিক্যাল তাদের ফেসবুক পেজে সতর্কবার্তায় জানায়, তারা মার্শাল অ্যাগ্রো নামে কোনো প্রতিষ্ঠানকে বিটিআই কীটনাশক সরবরাহ করেনি।

এজাহারে আরও বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি ও প্রতারণা করে কীটনাশক সরবরাহের মাধ্যমে টাকা আত্মসাতের জন্য এ কাজ করেছেন।

আরও পড়ুন- চিনের কোম্পানির কাছেও বিটিআই বিক্রি করেনি ‘বেস্ট কেমিক্যাল’

এর আগে এডিস মশার লার্ভা নিধনে বিটিআই প্রয়োগের কথা জানিয়েছিল ডিএনসিসি। গত ৭ আগস্ট ঢাকার গুলশানে বিটিআই প্রয়োগের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। তখন ডিএনসিসি থেকে জানানো হয়, সিঙ্গাপুরের বেস্ট কেমিকেল কোম্পানি থেকে পাঁচ টন বিটিআই আনা হয়েছে। মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কোম্পানি কীটনাশকটি সরবরাহ করেছে।

এদিকে সারাবাংলা ডটনেটের অনুসন্ধানে বেরিয়ে আসে, মার্শাল অ্যাগ্রোভেট আদতে সিঙ্গাপুরের বেস্ট কেমিকেল থেকে বিটিআই আমদানি করেনি। এ ছাড়া বিটিআই সরবরাহের টেন্ডারে অংশ নেওয়ার যোগ্যতাও তাদের ছিল না। এ প্রতিবেদন প্রকাশের পর বেস্ট কেমিকেল তাদের ফেসবুক পেজে ঘোষণা দিয়ে জানায়, তারা মার্শাল অ্যাগ্রোভেট নামে কোনো প্রতিষ্ঠানকে বিটিআই সরবরাহ করেনি। তাদের নাম ব্যবহার করে যারা বিটিআই সরবরাহ করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসে ডিএনসিসিও। মেয়র আতিকুল ইসলাম ঘোষণা দেন, বিটিআই নিয়ে কোনো ধরনের জালিয়াতি হয়ে থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। এরই পরিপ্রেক্ষিতে এবার এ ঘটনায় মামলা করল ডিএনসিসি।

সারাবাংলা/আরএফ/টিআর

ডিএনসিসি বিটিআই বিটিআই আমদানি বিটিআই জালিয়াতি বেস্ট কেমিকেলস মার্শাল অ্যাগ্রোভেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর