Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিআই জালিয়াতি: ডিএনসিসি’র সাবেক-বর্তমান ৩ কর্মকর্তাকে শোকজ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৩ ১৩:৪৯

ঢাকা: ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে জৈব কীটনাশক বিটিআই (ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) আমদানিতে জালিয়াতির ঘটনায় টেন্ডার মূল্যায়ন কমিটির তিন কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শাও নোটিশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

টেন্ডার প্রক্রিয়ায় পিপিআর অনুযায়ী সব কাগজপত্র দেখে মূল্যায়ন হয়েছে কিনা এবং পিপিআর এর কোনো ব্যতয় হয়েছে কিনা এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে শোকজ করা হয়েছে।

গতকাল সোমবার (২১ আগস্ট) এই তিন কর্মকর্তাকে শোকজ করা হয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা চেয়ে এই নোটিশ দেওয়া হয়েছে।

শোকজ চাওয়া তিন কর্মকর্তা হলেন, ডিএনসিসির সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, বর্তমান প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস এবং বর্তমান সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রাহাত আল ফয়সাল।

এ বিষয়ে জানতে মঙ্গলবার (২২ আগস্ট) রমেন্দ্র নাথ বিশ্বাসকে কল করা হলেও তিনি ফোন ধরেননি। আর অবসরপ্রাপ্ত সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জোবায়দুর রহমান জানান, তিনি এখনও শোকজ লেটার হাতে পাননি।

সারাবাংলা/আরএফ/এমও

ডিএনসিসি বিটিআই জালিয়াতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর