গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ, লাঠির আঘাতে নিহত ১
২৪ আগস্ট ২০২৩ ১৫:৩১
গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মোতাল্লিব মুন্সি (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের দুই ভাই মোবাই মুন্সি (৪০) ও আরিফ মুন্সি (২৮)।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে পৌরশহরের মহেশপুর সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা মহেশপুর গ্রামের আনোয়ার মুন্সির ছেলে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন আধাশতক জমির মালিকানা নিয়ে আব্দুল মান্নান ও মোতাল্লিবের বিরোধ চলে আসছিল। সকালে ওই জমিতে নির্মাণ কাজ করতে যান আব্দুল মান্নান। এতে মোতল্লিবসহ তার ভাইয়েরা বাধা দেন। এ সময় প্রতিপক্ষের এলোপাতারি লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান মোতাল্লিব মুন্সি। আহত দুই ভাইকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আব্দুল মান্নানসহ তার স্ত্রী রাশিদা বেগম, ছেলে রিশাদ ও ভাই একরামুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/ইআ