চট্টগ্রামে ডেঙ্গুতে ২ শিশুর মৃত্যু
২৬ আগস্ট ২০২৩ ১৮:৪৩
চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি তথ্যে চলতি বছরে চট্টগ্রাম অঞ্চলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ বছর পাঁচ মাস বয়সী জাহিদ নামে এক ছেলে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে এবং লাবিব নামে সাত মাস বয়সী এক ছেলে শিশু রাত ১২টার দিকে মারা যায়।
জাহিদের বাবা আব্দুল মাবুদ সারাবাংলাকে জানান, তাদের বাড়ি বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল গ্রামে। বাড়িতে জ্বরে আক্রান্ত ছেলেকে গত ১৯ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিন মেয়ে, দুই ছেলের মধ্যে সবার ছোট জাহিদ গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়তো।
সাত মাস বয়সী লাবিবকে শুক্রবার (২৫ আগস্ট) সকালে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলায় বলে প্রতিবেদনে উল্লেখ আছে। তবে লাবিবের কোনো অভিভাবকের বক্তব্য পাওয়া যায়নি।
প্রকাশিত তথ্যে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১০ জন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২৫ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ১৯ জন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেজ হাসপাতালে, ২৬ জন চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে এবং ৭ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া আক্রান্ত আরও ৪৯ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর চট্টগ্রামে মোট ৫ হাজার ২১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ৪৯২৬ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।
চলতি আগস্ট মাসে ২৪৪১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ৫৩ জন, জুন মাসে ২৮৩ জন এবং জুলাই মাসে ২ হাজার ৩১১ জন আক্রান্ত হয়েছেন।
চলতি বছর মারা যাওয়া ৫২ জনের মধ্যে শিশু-কিশোর মিলিয়ে ২১ জন, ১৩ জন পুরুষ এবং ১৮ জন নারী আছেন। এর মধ্যে জানুয়ারিতে ৩ জন, জুনে ৬ জন, জুলাইয়ে ১৬ জন এবং আগস্ট মাসের ২৫ দিনে ২৭ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে ৫ জন মারা গিয়েছিল।
সারাবাংলা/আইসি/এমও