মারধরের জেরে চবি ক্যাম্পাসে গ্যাস-পানি-বিদ্যুৎ সরবরাহ বন্ধ
২৮ আগস্ট ২০২৩ ১৭:৩০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ও নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে প্রকৌশল দফতর।
সোমবার (২৮ আগষ্ট) সকালে বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ এনে ভুক্তভোগীরা রেজিস্ট্রারের কাছে আলাদাভাবে লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর ফজল ও নিরাপত্তা কর্মকর্তা শেখ মো. আবদুর রাজ্জাক।
অভিযুক্ত রাজু মুন্সি চবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বগিভিত্তিক সিক্সটি নাইন গ্রুপের নেতা। তার বিরুদ্ধে আগেও এক শিক্ষককে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ ছিল।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাক সারাবাংলাকে বলেন, ‘রাজু মুন্সি সকালে আমার অফিসে এসে এক প্রহরীকে বলে, আমি যেন তার জন্য ১০ হাজার টাকা রেডি রাখি। এ সময় আমি তার কাছে গেলে সে আমার সঙ্গে খারাপ আচরণ করে। আমাকে বলে, আমি এখনও এখানে কেন আছি? এক পর্যায়ে সে আমাকে ধাক্কা দেয়। পরে আমি প্রশাসনিক ভবনে গেলে সে আমাকে সেখানেও কয়েকবার ধাক্কা দেয়। বিষয়টি উপাচার্যকে জানিয়েছি।’
প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর ফজল সারাবাংলাকে জানান, ‘কাটাপাহাড় এলাকায় সাইট পরিদর্শনকালে রাজু মুন্সি আমার দিকে ধেয়ে আসে, আমাকে কিল-ঘুষি মারে এবং পরবর্তী সময়ে রেজিস্ট্রার অফিসের সামনেও অসংখ্য লোকের সামনে আমাকে মারতে ধেয়ে আসে। উপস্থিত লোকজন না থাকলে আমার প্রাণনাশের আশঙ্কা ছিল।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজু মুন্সি সারাবাংলাকে জানান, ‘তারা দুইজন (প্রকৌশলী ও নিরাপত্তা কর্মকর্তা) বিভিন্ন অনিয়মে জড়িত। আমি প্রতিবাদ জানিয়েছি। এ জন্য তারা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আমার প্রতিবাদের ভাষা একটু বাজে।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ সারাবাংলাকে বলেন, ‘আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।’
সারাবাংলা/এমএ/ইআ