চট্টগ্রামে এবার নালায় পড়ে মাদরাসা ছাত্র নিখোঁজ
৩০ আগস্ট ২০২৩ ২১:২২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে খালে পড়ে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম তাকে উদ্ধারের অভিযান চালাচ্ছে। খালে ময়লা-আবর্জনায় ভর্তি হয়ে থাকায় ফায়ার সার্ভিসের অভিযান চালাতে কষ্ট হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩০ আগস্ট) বিকেলে বাকলিয়ার শহিদ শাহ রোড়ের পাশে এ ঘটনা ঘটে। নিখোঁজ আলিফ স্থানীয় আজিজিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের ছাত্র।
চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘খালে পাড়ে মাদরাসা ছাত্রের নিখোঁজের খবর পেয়ে চন্দনপুরা ফায়ার সার্ভিসের একটি টিম ও আগ্রাবাদ থেকে একটি বিশেষ ডুবুরি টিম গিয়ে অভিযান চালাচ্ছে। স্থানীয়দের ভাষ্য মতে, ছেলেটিকে দুপুর থেকে পাওয়া যাচ্ছে না। কেউ নিশ্চিত করে বলতে পারছে না সে আদৌ নালায় পড়েছে কি না। আশঙ্কা করে তারা আমাদের জানিয়েছে।’
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সারাবাংলাকে বলেন, ‘ঘটনার খবর আমরা শুনেছি। খালে ময়লা-আবর্জনায় ভর্তি হয়ে থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের তল্লাশি চালাতে কষ্ট হচ্ছে। আমি সেখানে যাচ্ছি। তারপর বিস্তারিত বলতে পারব।’
সারাবাংলা/আইসি/পিটিএম