দেশে চাহিদার তুলনায় বস্ত্রের ঘাটতি নেই: বস্ত্র ও পাটমন্ত্রী
৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৯
ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বর্তমানে দেশের স্থানীয় বাজারে বছরে বস্ত্রের চাহিদার পরিমাণ প্রায় ৭ বিলিয়ন মিটার। দেশের স্থানীয় বাজারে চাহিদার তুলনায় বস্ত্রের ঘাটতি নেই।
সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
প্রশ্নকর্তা দিদারুল আলম (চট্টগ্রাম-৪) জানতে চান, বস্ত্র ও পাটমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, বর্তমানে দেশে অভ্যন্তরীণ বস্ত্রের ঘাটতির পরিমাণ কত এবং তাহা মোট চাহিদার কতভাগ, বস্ত্রে ঘাটতি পূরণে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ কী কী?
জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের স্থানীয় বাজারে বছরে বস্ত্রের চাহিদা প্রায় ৭ বিলিয়ন মিটার। দেশের স্থানীয় বাজারে বস্ত্রের চাহিদার ঘাটতি নেই।’
উল্লেখ্য, তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে ওভেন এবং ডেনিম বস্ত্রের চাহিদা প্রায় ৮ বিলিয়ন মিটার। এরমধ্যে প্রায় ৪ বিলিয়ন মিটার দেশে উৎপাদিত হয় এবং প্রায় ৪ বিলিয়ন মিটার আমদানি করা হয়। তবে তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে নীট সুতার চাহিদা প্রায় ১৬ লাখ মেট্রিক টনের মধ্যে প্রায় ১২ লাখ মেট্রিন টন সুতা দেশে উৎপাদিত হয়। প্রায় ৪ লাখ মেট্রিক টন ঘাটতি রয়েছে যা আমদানি করা হয়।
মন্ত্রী বলেন, ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদফতর পোষক কর্তৃপক্ষ হিসেবে বস্ত্র শিল্পের নিবন্ধন প্রদান করছে। পোষক কর্তৃপক্ষ কর্তৃক সেবা সহজীকরণের ফলে শিল্প উদ্যোক্তাগণ দেশে নতুন নতুন বস্ত্র ও সুতা উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান স্থাপন করছে। ফলে তৈরি পোশাক রফতানির জন্য ওভেন ও ডেনিম বস্ত্রের ঘাটতি ক্রমান্বয়ে কমে আসবে।’
সারাবাংলা/এএইচএইচ/একে