Monday 14 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানসিক ভারসাম্যহীন নারীর কোলে জমজ সন্তান, ঠিকানা খুঁজছে প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৩ ১০:২৯

যশোর: জমজ সন্তান জন্ম দেওয়া মানসিক ভারসাম্যহীন নারী (৩৫) ও তার দুই নবজাতক বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষসহ প্রশাসনের কর্মকর্তারা প্রসূতি মা ও দুই শিশুর দেখভাল করছেন। পাশাপাশি ওই নারীর নাম-পরিচয় বা ঠিকানা উদ্ঘাটনেরও চেষ্টা করা হচ্ছে।

গত রোববার যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের নতুন গ্রামের জামিরুল ইসলামের বাড়িতে ওই নারী সন্তান প্রসব করেন। পরে ওই নারীকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ওইদিন সন্ধ্যায়ই তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

বিজ্ঞাপন

যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন জানান, বাঘারপাড়া থেকে মানসিক ভারসাম্যহীন প্রসূতি মা ও দুই নবজাতককে যশোর হাসপাতালে পাঠানোর পর এখানের তাদের চিকিৎসা চলছে। হাসপাতালের নার্স, আয়া, আনসার নারী সদস্য ছাড়াও কয়েকজন স্বেচ্ছাসেবী নারী শিশু দু’টি ও মায়ের দেখাশোনা করছেন। তিনি নিজেই পুরো বিষয়টির তদারকি করছেন।

তিনি আরও জানান, তবে শিশু দু’টির মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় সন্তানদের চিনতে পারছেন না; নিজের কাছে রাখছেন না। বুকের দুধ খেতে দিচ্ছেন না। ফলে দু’টি শিশু ও মা’কে দেখাশোনা করতে সবাইকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। মা মানসিক ভারসাম্যহীন হওয়ার তার স্বজনদের খুঁজে বের করা বা তার একটি ঠিকানা যেমন দরকার, তেমনি শিশু দু’টিরও আশ্রয় দরকার। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুণ অর রশিদ জানান, মানসিক ভারসাম্যহীন প্রসূতি ও দুই নবজাতক যশোর হাসপাতালে চিকিৎসাধীন। প্রশাসনের পক্ষ থেকে ওই নারীর ঠিকানা উদ্ঘাটনের চেষ্টা চলছে। ঠিকানা না পাওয়া গেলে সরকারের সংশ্লিষ্ট দফতর তাদের দায়িত্ব নেবে। তাদের পরবর্তী গন্তব্য নির্ধারণ না হওয়া পর্যন্ত তারা হাসপাতালেই থাকবে।

বিজ্ঞাপন

বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের নতুন গ্রামের বাসিন্দা জামিরুল ইসলাম জানান, রোববার সকাল ৬টার দিকে তার বিছালির ঘরে ভেজা কাপড়ে সন্তানসম্ভবা এক মানসিক ভারসাম্যহীন নারীকে দেখতে পান। সে নিজের বাড়ি বা তার নাম কি কিছুই বলছে না। এ সময় তার স্ত্রীসহ আশেপাশের আরও কয়েকজন তাকে সহযোগিতা করে। সেখানে একটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম দেয় ওই নারী। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সকাল ১০টায় উপজেলা হাসপাতালে ভর্তি করেন জামিরুল। হাসপাতালে আনার পর নিজের নাম আকলিমা এবং স্বামীর নাম তারেক বলে জানায় ওই নারী। কিন্তু বাড়ি কোথায় তা বলতে পারেনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার অরূপ জ্যোতি ঘোষ বলেন, ‘সকাল ১০টায় নাম পরিচয়হীন এক মানসিক ভারসাম্যহীন নারীকে জমজ শিশুসহ হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন। তাদের ভর্তি করে যথাযথ চিকিৎসা সহায়তা দেওয়া হয়।’

বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি বলেন, ‘রোববারই জমজ শিশু ও ভারসাম্যহীন নারীকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সুস্থ হয়ে উঠলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

জমজ সন্তান প্রশাসন মানসিক ভারসাম্যহীন নারী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর