Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর-৪ উপনির্বাচন: নৌকাপ্রত্যাশী ১৭ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৯

ঢাকা: নাটোর-৪ আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছেন ১৭ জন নেতা। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান শেষে দলের দপ্তর সেল থেকে এ তথ্য জানিয়েছে।

নাটোরের বর্ষীয়ান নেতা ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের মৃত্যু হলে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনটি শূন্য হয়। ১১ অক্টোবর ভোটগ্রহণের তারিখ রেখে এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

এই উপনির্বাচনের জন্যই মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছিল আওয়ামী লীগ। সেখানে নৌকা প্রতীকে উপনির্বাচনে লড়াই করার জন্য মনোনয়ন ফরম নিয়েছেন ১৭ জন আওয়ামী লীগ নেতা।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন— গুরুদাসপুর পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহনেওয়াজ আলী; প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের কন্যা নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য কোহেলী কুদ্দুস; জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী; গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন; জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সরকার এমদাদুল হক; বরাইগ্রাম আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম।

মনোনয়ন ফরম নিয়েছেন— বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী; বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন; বরাইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আরিফ সরকার; রাজশাহী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক এস এম রফিক পারভেজ; বরাইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন; নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রতন সাহা; আইনবিষয়ক উপকমিটির সাবেক সদস্য সুব্রত কুমার কুন্ডু; আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আতিকুর রহমান; এবং গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কাদের।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, নাটোর-৪ আসনের উপনির্বাচনে অংশ নিতে আগ্রহীদের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ সেপ্টেম্বর। পরদিন ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই হবে। বাছাইয়ে বাতিল প্রার্থীরা আপিল করতে পারবেন ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত, যা নিষ্পত্তি করা হবে ২৩ সেপ্টেম্বর। এরপর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। পরদিন ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

সারাবাংলা/এনআর/টিআর

আওয়ামী লীগের মনোনয়ন নাটোর-৪ নাটোর-৪ উপনির্বাচন মনোনয়ন ফরম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর