কৃষি মার্কেটে আগুন: ৩৫০ কোটি টাকার ক্ষতি দাবি
১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৬ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১৯
ঢাকা: ছয় ঘণ্টারও বেশি সময় ধরে পুড়েছে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. আরিফুর রহমান টিপু।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ কথা বলেন তিনি।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, ঢাকা শহরের যতগুলো মার্কেটে আগুন লেগেছে সবগুলো ঘটনাই ঘটেছে ভোররাতে। ভোররাতেই কেন আগুন লাগে? আমি মনে করি এই বিষয়টা খতিয়ে দেখা উচিত।
তিনি বলেন, এখানে কয়েকশ দোকান রয়েছে। প্রয়োজনীয় সব কিছুই সুলভ মূল্যে এখানে পাওয়া যায় বলে মার্কেটটি খুব জনপ্রিয় ছিলো। শুনেছি সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস এই মার্কেটকে ঝুঁকিপূর্ণ বলেছে, কিন্তু আমরাতো সে ধরনের কোনো নোটিশ পাইনি।
এসময় টিপু বলেন, আমাদের দাবি একটাই যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায়।
আরও পড়ুন:
- ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবে সিটি করপোরেশন: ডিএনসিসি
- কৃষি মার্কেটের অগ্নিকাণ্ডে হবে তদন্ত কমিটি
- আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল কৃষি মার্কেটকে
- আগুনে সম্বল হারানো ব্যবসায়ীদের আর্তনাদ
- সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন মাহমুদা-শামীমা
- আগুন পুরোপুরি নেভাতে ৫ ঘণ্টা পর্যন্ত লাগতে পারে
- আগুন নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনী ও বিজিবি মোতায়েন
- ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে কৃষি মার্কেটের আগুন
- কৃষি মার্কেটের আগুন নেভাতেও পানির সংকট
- আগুন নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনী ও বিজিবি মোতায়েন
- ৫ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন
সারাবাংলা/কেআইএফ/এনইউ