Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগারে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:২২

ঢাকা: কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সুরত আলী গাজী (৭৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

এদিকে, হাসপাতালের কর্মরত কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে গত ২ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

জানা গেছে, সুরত আলী গাজীর বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার তারানিপুর গ্রামে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

আসামি মানবতাবিরোধী অপরাধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর