Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তায় পড়ে ছিল নারীর কম্বল মোড়ানো লাশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধলঘাটের মুকুটনাইট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার সারাবাংলাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। কে বা কারা লাশটি রাস্তার ওপর ফেলে চলে গেছে। ওই নারীর লাশ কম্বল মোড়ানো অবস্থায় ছিল। তার বয়স ২৫ থেকে ৩০ হতে পারে।

লাশের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন নেই। তবে কপালের ভ্রুতে ছোট একটি আঘাতের চিহ্ন আছে। এটা হত্যা নাকি নাকি অন্য কিছু সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/আইসি/এনইউ

চট্টগ্রাম টপ নিউজ নারী লাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর