Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহকারী জজ পদে ১০৪ জনকে নিয়োগের সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪০

ঢাকা: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ (১৬শ বিজেএস) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিজেএসের চূড়ান্ত ফলাফলে ১০৪ জনকে মনোনীত করা হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকেরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ (সহকারী জজ) পদে নিয়োগ দিতে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করা হয়। ৩০ হাজার ৯৩৫ টাকা বেতন স্কেলের ১০০টি পদের (বিধি অনুযায়ী পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে) জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন।

এরপর গত বছরের ১৮ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকায় তিনটি কেন্দ্রে একযোগে ১৬শ বিজেএসের প্রাথমিক (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে একই বছরের ১৯ মার্চ প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে ১ হাজার ৮২ জন উত্তীর্ণ হন।

এরপর ২০২২ সালের ২১মে থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে ৩১মে শেষ হয়। আর চলতি বছরের ২২ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় মোট ৬১৯ জন উত্তীর্ণ হয়। পরে গত ২ সেপ্টেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে গত ১৯ সেপ্টেম্বর শেষ হয়।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

টপ নিউজ সহকারী জজ

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর